বর্ষীয়ান রাজনীতিবিদ সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির গভীর শোক
মাহফিজুল ইসলাম আককাজ :
বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন সৈয়দা সাজেদা চৌধুরী।
(ইন্না—রাজিউন)। সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বলেন, আমি খুবই শোকাহত ও মর্মাহত। বাংলাদেশ আওয়ামীলীগ একজন দক্ষ রাজনীতিবিদকে হারাল এবং জাতি হারাল দেশের শ্রেষ্ঠ সন্তানকে। রাজনৈতিক অঙ্গণে তার এ অভাব কখনও পুরণ হওয়ার নয়। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে দেশের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এমপি রবি।