শ্যামনগর উপকূলে অতিরিক্ত জোয়ারে বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ
অনাথ মন্ডল, শ্যামনগর প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় অঞ্চলে নদীতে অতিরিক্ত জোয়ারের কারণে নদীর বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়েছে। শ্যামনগর উপজেলার দ্বীপ বেষ্টিত গাবুরা ইউনিয়ানের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বাইরের রাস্তা ছাপিয়ে পানি প্রবেশ করায় আতঙ্কিত এলাকার মানুষ।
পূণিমার গোনের শুরুতে যে পরিমাণ জোয়ারের পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে।সামনের দিন গুলোতে আরো পানি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাড়াতাড়ি যদি ঝুকিপূর্ণ বেড়িবাঁধে কাজ না করা হয় তাহলে আবার এলাকা পানি ডুকে ডুবে যাবে।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, এখনো পানি ডোকার খবর নেই। তবে জোয়ারের পানি অনেক বৃদ্ধি পেয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সেকশান অফিসার সাজ্জাদ হোসেন বলেন, অতিরিক্ত জোয়ারের কারণে ঝুঁকিপূর্ণ জায়গায় পানি প্রবেশের আগে ব্যাবস্থা নেওয়া হবে তার জন্যে আমরা প্রস্তুত আছি।