আশাশুনিতে বিড়ি জব্দ ও ভ্রাম্যমান আদালতে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে র্যাব-৬ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫৩ হাজার ৭শত ৬০ প্যাকেট রূপালী বিড়ির প্যাকেটের গায়ে নকল স্টিকার লাগানো থাকায় বিড়ি জব্দ ও ডিলারকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড়দল বাজারে রূপালী বিড়ির গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ানুর রহমান ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে কোম্পানির ডিলার রংপুর জেলার হারাগাছা উপজেলার শিয়াপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মিয়ার ছেলে আশিকুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং নকল স্টিকার লাগানো ৫৩ হাজার ৭শত ৬০ প্যাকেট রূপালী বিড়ি সাতক্ষীরা কাস্টম গোডাউনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬ এর এক কর্মকর্তা।