বাঘ ধরা প্রতিবন্ধীর রেশন কার্ড এখন মেম্বারের ছেলের নামে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রকাশ্য অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে বাঘ ধরা প্রতিবন্ধী রেশন কার্ড এখন মেম্বারের ছেলের নামে ৷ মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রকাশ্য অনিয়মের অভিযোগ উঠেছে ৷ মৃত ওমর আলী গাজীর ছেলে আনিছুর গত ১৫ বছর আগে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে আহত হয় ৷
তারপর সে পঙ্গুত্ব ভোগ করে ৷ গত বছর অনেক কষ্ট করে একটি রেশন করেন যার নাম্বার কার্ড নাম্বার ৩৫১২ ৷ বর্তমানে রেশন কার্ড সংশোধন করে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর সরদারের ছেলে নামে করে নেয় ৷ নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্যরা জানান, চেয়ারম্যান অসীম কুমার মৃধার কথা মত নাম সংশোধন সহ টাকা নেওয়া হচ্ছে ৷
এদিকে রেশন কার্ড বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে সাধারণ মানুষ ৷ তথ্যনুসন্ধানে দেখাগেছে যে, গরীব নয়, অর্থশালীদের দেওয়া হচ্ছে এই রেশন কার্ড ৷
শুধুমাত্র মুন্সিগঞ্জ ইউনিয়নের সকল ওয়ার্ডের খাদ্যবান্ধাব কর্মসূচি উপকার ভোগীর (রেশন কার্ড) বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ৷
গরিব অসহায় মানুষের নাম বাদ দিয়ে ইউ,পি সদস্যের নিজস্ব লোকের তালিকা ভক্ত করা এবং টাকার বিনিময়ে কার্ড বিক্রি, মৃত্যু ও ভূয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে । স্থানীয় কয়েকজন সাধারণ ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে জানা গেছে যে, ইউপি সদস্যরা প্রতিটি কার্ড সংশোধনের জন্য ৩ হাজার করে টাকা দাবি করেছেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন বলেন, প্রতিবন্ধীর রেশন কার্ড পরিবর্তন করা যাবে না ৷ আপনারা অভিযোগ দেন আমি বিষয়টি দেখবো ৷