জেলা পরিষদ বিধিমালা ২০১৬ যথাযথ প্রতিপালনে প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিনিধি:
জেলা পরিষদ বিধিমালা ২০১৬ যথাযথ প্রতিপালনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন নং ১৭.০০.০০০০.০৭৯.৩৯.০০১.২২-৫৭৮ তে দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তফশিল ঘোষণা হওয়ায় জেলা পরিষদ আইন ২০০০(সর্বশেষ সংশোধনীসহ) জেলা পরিষদ নির্বাচন আইন বিধিমালা ২০১৬ যথাযথ অনুসরণ এবং নিম্নবর্ণিত নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
নিদের্শনাসমূহ হলো:
(১) জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ৬
(২) অনুযায়ী জেলা পরিষদের প্রশাসক আসন্ন নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক হলে মনোনয়নপত্র দাখিলের পূর্বে প্রশাসক পদ হতে পদত্যাগ করতে হবে।
(৩) নির্বাচন-পূর্ব সময়ে অর্থাৎ নির্বাচনী তফশিল ঘোষণার তারিখ ৩১ আগস্ট ২০২২ হতে নির্বাচনের ফলাফল বাংলাদেশ গেজেটে প্রকাশের তারিখ পর্যন্ত কোনো প্রকল্প অনুমোদন ফলক উন্মোচন প্রকল্প অনুমোদনের ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন অনুদান প্রদান, বরাদ্দ প্রদান বা অর্থ অবমুক্ত করা যাবে না এবং;
(৪) উন্নয়নমূলক কোন প্রকল্প অনুমোদন বা ইতিপূর্বে অনুমোদিত কোন প্রকল্পে অর্থ অবমুক্তি বা প্রদান করা যাবে না।