স্বামী হারা বিধবা মোনয়ারা পারভীন বাঁচতে চায়
প্রেস বিজ্ঞপ্তি :
স্বামী হারা বিধবা মোনয়ারা পারভীন বাঁচতে চায়। দীর্ঘদিন ধরে লিভার সিরোসীসে আক্রান্ত হয়ে মৃত্যুপথের যাত্রী তিনি। স্বামী না থাকা এবং অর্থ না থাকায় ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছেন মোনয়ারা।
তিনি সাতক্ষীরা শহরের মাগুরা তলাতলা এলাকার মৃত. মীর ওমর আলী। স্বামীর মৃত্যুর পর ১পুত্র এবং প্রতিবন্ধী এক কন্যাকে নিয়ে অতিকষ্টে জীবন যাপন করে আসছিলেন তিনি। কিন্তু গত ২০ এপ্রিল ২২ তারিখে তার লিভার সিরোসিস ধরা পড়ে।
ইতোমধ্যে সামর্থ অনুযায়ী সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা করানো হয়েছে। দেশের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। ভারতের নিয়ে যেতে হলে অনেক টাকার প্রয়োজন।
কিন্তু স্বামী হারা দরিদ্র মোনয়ারার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। যে কারণে তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে সামর্থ অনুযায়ী সহযোগিতা কামনা করেছেন। তাকে সাহায্য পাঠাতে সরাসরি মাগুরা তলাতলার এলাকার নিজস্ব বাড়িতে অথবা বিকাশ নং ০১৩০৩-১৭৫০৮৬ যোগাযোগ করা যাবে। এছাড়া ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার একাউন্ট ২০৫০১৪৩০২০৪৭০৮৯০৫ নাম্বারেও সাহায্য পাঠাতে পারবেন।
Please follow and like us: