সেলুন কর্মচারী অতিদরিদ্র সুভাস দাসের সরকারি বসত ঘর প্রাপ্তির আকুতি
নিজস্ব প্রতিনিধি :
জেলাস্থ তালা উপজেলার ৫ নং তেঁতুরিয়া ইউনিয়নের হাতবাস গ্রামে সেলুন কর্মচারী সুভাস দাসের বাস। তার কোন পৈত্রিক নিবাস নেই তাই সে তার মামার বাড়ীতে একটি ঝুপড়ী ঘরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে। সংসারে চার জন মানুষের ভরণ-পোষন চালাতেই তার নুন আনতে পান্তা ফুরায়।
তার সামন্য জমিতেই আবার সুপেয় পানির সরকারী ফিল্টার স্থাপিত হয়েছে। দুই কন্যা সন্তানের একজন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে। একক আয়ে সংসার চালাতেই সে হিমশিম খেয়ে যাচ্ছে। তার ছোট্ট ঘরটি খুব পুরাতন এবং অনিরাপদ। পুরাত টিন দিয়ে ছাওয়া; বৃষ্টি এলেই পানি পড়ে। প্রাকৃতিক যে কোন দূর্যোগের সময় প্রাণের মায়ায় পরিবার-পরিজন নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। বর্তমানে সে পরিবার-পরিজন নিয়ে নিদারুন অসহায় অবস্থায় ও দুঃচিন্তায় আছে। সে সরকারীভাবে একটি বসত ঘর পাবার আকুতি জানায়।