মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে রেশন কার্ডে স্বজনপ্রীতি ও আত্মীয় করনের অভিযোগ অনলাইন করতে দালালের অর্থ আদায়
নিজস্ব প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে রেশন কার্ড স্বজনপ্রীতি ও আত্মীয় করনের অভিযোগ উঠেছে ৷ অনলাইন করতে দালালের অর্থ আদায় ৷ সরকারের দেওয়া খাদ্যবান্ধব কার্ডের অনলাইন করতে দালালদের দিতে হচ্ছে মাথাপিছু ৩শ টাকা ৷
গত ১৪ জুন ২০২২ তারিখের তথ্যনুসন্ধানে জানাগেছে যে, শ্যামনগর উপজেলার ৭ং মুন্সিগঞ্জ ইউনিয়নের সকল ওয়ার্ডের খাদ্যবান্ধাব কর্মসূচি উপকার ভোগীর (রেশন কার্ড) বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ৷
গরিব অসহায় মানুষের নাম বাদ দিয়ে ইউ,পি সদস্যের নিজস্ব লোকের তালিকা ভক্ত করা এবং টাকার বিনিময়ে কার্ড বিক্রি, মৃত্যু ও ভূয়া ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে । স্থানীয় কয়েকজন সাধারণ ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে জানা গেছে যে, ইউপি সদস্যরা প্রতিটি কার্ড সংশোধনের জন্য ৩ হাজার করে টাকা দাবি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা বলেন, বিগত পাঁচ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া রেশন কার্ডের সুফল পেয়েছে কিন্তু টাকা দিতে না পারাই তাদের নাম বাদ দিয়ে নতুন করে বিত্ববান ও বিল্ডিং সহ পাকা বাড়ি ঘর আছে এমন অনেকের নাম তালিকায় অন্তর্ভুক্তি করা হয়েছে।
৫ থেকে ১০ বিঘা জমি আছে বিত্ববান অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এমন প্রমানের তথ্য স্থানীয় প্রতিনিধির কাছে রয়েছে ৷ বিষয়টি নিয়ে এলাকার সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন । অন্যদিকে অনলাইন করার জন্য পরিষদের