শ্যামনগরে কোবলাকৃত সম্পত্তি জবরদখল সহ মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি, নিরাপত্তাহীনতার কারনে থানায় জিডি
শ্যামনগর ব্যুরো :
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুরে বংশিপুর গ্ৰামের আকবর সরদারের ছেলে মোঃ আব্দুল আহাদের খরিদ কৃত ১.৫২ শতাংশ জমি জবরদখল সহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় খরিদ কৃত জমির মালিক আঃ আহাদ বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুরের মৃত, অভিমান্য মন্ডলের ছেলে উপনন্দ, স্বপন ও একই গ্ৰামের মৃত, সলিম সরদারের ছেলে আবু মুছা, ইউসুফের বিরুদ্ধে শ্যামনগর থানার ১১৯০ নং জিডি এবং ১৭৮৯/২২ বিজ্ঞ আদালতে ১৪৫ করেন।
এ ব্যাপারে জমির মালিক আঃ আহাদ বলেন, আমি আবাদ চন্ডিপুর জে এল নং ১১৩, এস,এ ৩৭৩/১ খতিয়ানের রেকর্ডিও মালিক মৃত,গোষ্ট বিহারী মন্ডলের পুত্র গোবিন্দ কুমার মন্ডল ও তার ভাই গোপাল মন্ডল এবং নিতাই চন্দ্র মন্ডলের কন্যা দেবাশিনী রাণী মন্ডলের নিকট থেকে ৩ জুলাই ২০২২ তারিখে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ৩৮৫৩ নং দলিলে ১.৫২ শতাংশ জমি ক্রয় করি।
পরবর্তীতে জমির পূর্ব মালিকগন আমাকে দখল বুঝিয়া দিলে আমি শান্তিপূর্ণভাবে বসবাস করি। এবং আমার নিজ নামে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস থেকে ৪৫১(lx-l)/২০২২-২৩ নামজারি হয়।
কিন্তু হঠাৎ করে আবাদ চন্ডিপুর গ্ৰামের মৃত, সলিম সরদারের ছেলে আবু মুছা ও তাহার ভাই ইউসুফের উসকানিতে মৃত, অভিমান্যের পুত্র উপনন্দ মন্ডল ও তার ভাই স্বপন মন্ডল ২২ আগষ্ট আমার ক্রয়কৃত সম্পত্তির উপরে এসে জমি জবরদখল সহ আমাকে মারতে উদ্যত এবং বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি-ধামকি প্রদান করে। এ ঘটনায় আমি শ্যামনগর থানায় জিডি ও সাতক্ষীরা কোর্টে ১৪৫ করেছি। তারা দুর্ধর্ষ প্রকৃতির লোক,যে কোন সময় আমার জমি জবরদখল, মিথ্যা মামলা ও জান মালের ক্ষতি করতে পারে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।