শ্যামনগরের পরানপুর হাতকাটা খাল ভুমিদস্যুদের দখলে রাতারাতি অবৈধভাবে পাকা স্থাপন তৈরির অভিযোগ
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর :
স্থানীয় চেয়ারম্যানকে অবগত, থানায় অভিযোগ, ৯৯৯ কল করেও বন্ধ রাখা যায়নি শ্যামনগর কৈখালী ইউনিয়নের পরানপুর হাতকাটা খাল দখল করে রাতারাতি অবৈধভাবে পাকা স্থাপন তৈরি ৷
অভিযোগ সূত্রে জানাগেছে যে, গত ২৫ শে আগষ্ট ২০২২ তারিখ সন্ধ্যায় মেহেন্দীনগর গ্রামের মৃত শহর আলীর ছেলে বাবলু গাজী পরানপুর ঐতিহ্যবাহী হাতকাটা দখল করে অবৈধভাবে পাকা ভিত্তি স্থাপনা তৈরী করতে দেখে মৎস্যজীবি সমবায় সমিতি সাধারণ সম্পাদক আব্দুল বারেক বাঁধা প্রদান করেন ৷
বাঁধাকে উপেক্ষা করে স্থানীয় সন্ত্রাসী বাহিনী বারেককে মারতে উদ্যত হয় ৷ বারেক স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করলে, চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে কাজ বন্ধ করে দেন ৷ পরে বাবলু পূনরায় কাজ করলে বারেক শ্যামনগর থানায় অভিযোগ করেন ৷
অভিযোগের প্রেক্ষিতে শ্যামনগর থানা পুলিশ এসআই মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাজ বন্ধ করে দেন ৷ গত ২ সেপ্টেম্বর ২০২২ তারিখ বাবলু পূনরায় কাজ করলে বারেক ৯৯৯ ফোন দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্বের মত কাজ বন্ধ করে দেন ৷ কিন্তু সন্ধ্যায় কাজ সম্পন্ন করেন বাবলু ৷ এতো কিছুর পর কোন অপশক্তির বলে বাবলু খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরী করছে বিষয়টি নিয়ে হতবাক স্থানীয় সচেতন মহল ৷
এ ঘটনা চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আমি চৌকিদার পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি ৷ তারা শুনছে না ৷ চুরি করে কাজ সম্পন্ন করেছে ৷
শ্যামনগরের থানা পুলিশ এসআই মেহেদী বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছিলাম ৷ চেয়ারম্যানের পরিষদের তাদের কাগজ দেখানোর কথা ছিলো ৷ আমি ছুটিতে আসার পর শুনলাম তারা কাজ করেছে ৷ বারেক ৯৯৯ কল দিলে পুলিশ পূনরায় গিয়ে কাজ বন্ধ করেছে ৷ আর কিছু জানি না ৷ কৈখালী তহশীলদার সুধীন কুমার বলেন, সরজমিন গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ বাবলু গাজী বলেন, আমি খাল দখল করিনি ৷ আমার জায়গায় আমি কাজ করছি ৷