নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে ভিবিডি সাতক্ষীরা’র সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা’র সদস্যরা।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো হোসেন আলী, প্রজেক্ট অফিসার ও দৈনিক পত্রদূত এর নিজস্ব প্রতিনিধি ইব্রাহিম খলিল, মিলন বিশ্বাস, ট্রেজারার আজমিরা খাতুন, সদস্য আল মামুন, তামিম হোসেন, সাদিয়া সুলতানা, মনিরা খাতুন, লাম্মী আক্তার, জুই, জয়, মনির হোসেন, শরিফুল ইসলাম, অর্পণ বসু, হুসাইন কবির প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ কালে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের কাজসমূহের প্রশংসা করেন। তিনি ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি সাতক্ষীরা জেলা শাখার এর পাশে থাকার কথা জানান।
Please follow and like us: