ডুমুরিয়ায় ৫ ডাকাত আটক : অস্ত্র উদ্ধার
খুলনা ব্যুরো :
ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপের প্রস্তুুতি কালে বিদেশী পিস্তল ও দেশী অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী কিলার বাবুসহ ৫ জনকে গ্রেপ্তার করা করেছে খুলনা র্যাব-৬।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে গুটুদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত ও সন্ত্রাসী কার্যকলাপ প্রস্তুতিকালে ৫ ডাকাতসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত আসামী ডুমুরিয়া থানা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম সরদার বাবু ওরফে কিলার বাবু (৪০), মোঃ আকরাম আলী খান(৪২), মোঃ আশিকুর রহমান(৩৩), মোঃ আতাউর রহমান খাঁ (৩২), মোঃ মুরছালিন কাজী(৪৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় গ্রেফতারকৃত ডাকাত দলের কাছে থাকা ১টি বিদেশী পিস্তল, ১টি হাতুড়ি, ১টি কুড়াল, ১টি দাঁ,৭টি মোবাইল ফোনসহ নগদ ২৪ হাজার ৩৭০ টাকা উদ্ধার হয় ।এসময় গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে, তারা দীর্ঘদিন যাবৎ গোপনে অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতদের ডুমুরিয়া থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে অস্ত্রআইনে মামলা রুজু করা হয়েছে।
Please follow and like us: