আশাশুনিতে মামলার বাদীকে প্রকাশ্যে পিটিয়ে টাকা ছিনতাই
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে চাঁদাদবীসহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করায় বাদীকে প্রকাশ্যে সড়কের উপর ফেলে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা ১০.৪৫ টার দিকে মাড়িয়ালা মৎস্য সেট ও বাজারেরর সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞ আমলী আদালত ০৮ নং আদালত, সাতক্ষীরায় সিআর ২৯৭/২২ মামলার বাদী নাকতাড়া গ্রমের মৃত জবেদ আলীর ছেলে আব্দুল হাকিম জানান, সেটে তার ব্যসা রয়েছে। কেনাবেচা শেষে পকেটে থাকা ২৫০০০ টাকা নিয়ে রাস্তায় কয়েকজন সাংবাদিকের কাছে তথ্য দিচ্ছিলাম।
আমি ৯ মাস কারাগারে থাকাকালে আমার স্ত্রী রেশমা বিভিন্ন ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েপম পড়ে। বাড়িতে ফিরে ঘটনা জানতে পেরে জিজ্ঞাসা করলে সে মাফ চেয়ে নেয়। কয়েকদিন পর মামর ১নং স্বাক্ষী আলম মোল্যার কাছে কালাম গাজীর ছেলে মাসুম স্ত্রীর ন্যাকেট ছবি/ ভিডিও দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবী করে।
এনিয়ে আব্দুল্যা, হাফিজুর, মাসুম, রেসমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তথ্যসহ পরবর্তী ঘটনা সাংবাদিকদের বলার পর পিছন দিক থেকে আসামীরাসহ তাদের লোকজন অসংখ্য মানুষের সামনে সড়কের উপর নির্মম ভাবে পিটিয়ে জখম করে এবং গায়ে থামা জামা ছিড়ে পকেটে থাকা টাকা নিয়ে নেয়। এসময় কয়েকজন তাকে উদ্ধার করে কলিমাখালী গ্রামের মোটর সাইকেল চালক মৃত নওয়াব আলি সরদারের ছেলে আবাদুল্লাহ আল মামুনের গাড়িতে তুলে দিলে তিনি দ্রুত তাকে কালিবাড়ী বাজারে পৌছে দেন। এব্যাপারে মামলা দেয়েরের প্রস্তুতি চলছিল।