বাইপাস সংলগ্ন মাঠে বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ
রফিকুল আলম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সহ বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির দেখা নেই কয়েক সপ্তাহ থেকে। গত মাসে কিছুটা বৃষ্টি হলেও তা আশানুরূপ নয়। বৃষ্টি না হওয়ায় একদিকে যেমন অসহ্য গরম, অন্যদিকে আমন ধান রোপণ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এজন্য মহান আল্লাহর রমহত কামনা করে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন মুসল্লিরা।
শুক্রবার বাদ জুম্মা সদর উপজেলার বাইপাস সংলগ্ন কাশেমপুর মাঠে এ নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়
নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, এই সময়ে বৃষ্টিতে জমিসহ চারদিকে পানি থৈ থৈ করে থাকে। কিন্তু এ বছর সম্পূর্ণ বিপরীত চিত্র। আষাঢ় মাস শেষ হয়ে ভাদ্র মাস পড়লেও আকাশে তেমন বৃষ্টি নেই। তাই মহান আল্লাহ দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করেছি। মহান আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।
তারা বলেন, প্রাণীকূলসহ মানবজাতির এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে ও মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনসহ আনুগত্য প্রকাশে নামাজ আদায় করা হয়েছে।