সরকারি বিএলসি কার্ডধারী জেলেদের চাউল না দেওয়ার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
অনাথ মণ্ডল, শ্যামনগর:
সরকারি বিএলসি কার্ডধারী জেলেদের চাউল না দেওয়ার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০১ সেপ্টেম্বর সকাল ১১ টার সময় শ্যামনগর উপজেলা চত্বরে এই মানববন্ধন করেন ভূক্তভোগী জেলেরা।
মানববন্ধনে বক্তব্য বলেন, শ্যামনগর উপজেলার ১২ নং গাবুরা ইউনিয়নের সামুদ্রিক জলসীমায় নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তায় বিশেষ ভিজিএফ (চাল) প্রদানের লক্ষে উপজেলা টাক্সফোর্স কমিটি ১৫০০ জন জেলের খাদ্য সহায়তা প্রদান করেন।
পরিপত্র ও নির্দেশনা অনুযায়ী যে সকল জেলেদের কারেন্ট বিএলসি আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে মৎসজীবি সমিতির প্রতিনিধি সহ ইউনিয়নের টাস্কফোর্স কমিটির সদস্যদের নিয়ে প্রকৃত কার্ডধারী জেলেদের সঠিক তালিকা তৈরী করা। কিন্তুু ১২ নং গাবুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাছুদুল আলমের নিকট আমরা প্রকৃত বিএলসি এবং কার্রডধারী জেলেরা বিএলসিজমা দেই। কিন্তুু চেয়ারম্যান উক্ত বিএলসি মেম্বরদের কাছে দেন এবং আমাদেরকে মেম্বরদের কাছে যেতে বলেন।
আমরা বিএলসি এবং কার্ডধারী জেলেরা ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনজুর হোসেন, ৬ নং ওয়ার্ডের মেম্বর নজরুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের মেম্বর মশিউর রহমান, হাবিবুর রহমান সহ অন্যদের কাছে যাই। মেম্বররা আমাদের কাছে কার্ড প্রতি ১ হাজার টাকা চায় এবং টাকা ছাড়া কোন জেলেদের চাল দেওয়া যাবেনা জানিয়ে দেন।
চেয়ারম্যানও টাকা ছাড়া চাল দেওয়া যাবেনা বলে জানিয়ে দেন। টাকা দিতে অস্বীকার করায় আমাদের বিএলসি এবং কার্ড থাকা সত্বেও আমাদেরকে চাউল প্রদানের তালিকায় অন্তভূক্ত করা হয়নি। মানবন্ধনে জেলেরা চেয়ারম্যানের নিজস্ব স্বেচ্চাচারিতা মূলক তালিকা যাচাই বাছাই করে সঠিক তালিকা তৈরীর জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন জানান।
Please follow and like us: