শ্রীউলা থেকে প্রতিবন্ধী কুসুম কলি নিখোঁজ
আশাশুনি (সাতক্ষীরা) :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নছিমাবাদ গ্রাম থেকে প্রতিবন্ধি কুসুম কলি (৪৫) হারিয়ে গেছে।
কুসুম কলির পিতা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের অজেদ আলী ঢালী জানান, একমাস পূর্বে তার সেরিব্রালপালসি ধরণের প্রতিবন্ধি মেয়ে বাড়ি থেকে নানা নছিমাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ জামাল উদ্দিনের বাড়িতে বেড়াতে গিয়েছিল।
সেখান থেকে ১৫/২০ দিন পূর্বে সে চলে আসে কিন্তু আমরা জানতে পারিনি। ৪/৫ দিন পূর্বে জানতে পারি সে নানার বাড়িতে নেই। অনেক খোজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। তবে ১০/১২ দিন আগে তাকে আশাশুনির হাড়ীভাঙ্গা মৎস্য সেট এলাকায় দেখা গিয়েছিল বলে স্থানীয়রা জানান। নিখোঁজ কুসুম দুই পায়ের গোড়ালি উচু করে হাটে বলে তার পিতা জানান। সে তার নাম, পিতার নাম গ্রামের নাম বলতে পারে। সহৃদয় কেউ তার সন্ধান পেলে তার পিতার মোবাইলে (০১৯৩৯৫৯৫৯৬৫) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।