বেনাপোলে ওএমএস এর দোকানের মাধ্যমে ৩০ টাকা দরে চাল বিক্রি শুরু
আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ
যশোরের বেনাপোলে সরকার কর্তৃক পরিচালিত ভোক্তাদের স্বস্তি দিতে হতদরিদ্রদের জন্য স্বল্প মুল্যে খাদ্য শস্য, ওএমএস এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল।
ওএমএস এর দোকানের মাধ্যমে চাল বিক্রির জন্য বেনাপোল ছোট আঁচড়া মোড়ে জুলফিকার আলী মন্টু, কাগজপুকুরে জুলফিকার আলী জুলু, দিঘিরপাড়ে আঃ মালেক ও বেনাপোল পৌরসভার পাশে মাহাতাব উদ্দিনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
ডিলার জুলফিকার আলী মন্টু বলেন, একজন ডিলার এর কাছ থেকে প্রতিদিন ৪০০ জন নিম্ন আয়ের মানুষ ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি করে চাল কিনতে পারবেন।
এই ৪ ডিলারের মাধ্যমে বেনাপোলে সপ্তাহে শুক্রবার ও শনিবার বাদে ৫ দিন এ কার্যক্রম চালু থাকবে।
বেনাপোল ছোট আঁচড়া গ্রামের ভুক্তভোগী হাজেরা খাতুন (শ্রমিক) বলেন, চালের দাম ৩০ টাকা প্রতি কেজি পেয়ে আমরা খুশি।পরিবার নিয়ে এখন আমাদের আর বেশি চিন্তা থাকবেনা। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
Please follow and like us: