এলজিইডি’র সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম’র বিদায়ী সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি :
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা (এলজিইডি)’এর সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম’র বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম তার দীর্ঘদিনের সহকর্মীদের জড়িয়ে ধরে কাঁন্নায় ভেঙ্গে পড়েন। বিদায়ী সংবর্ধনায় নিজে কাঁদলেন এবং সহকর্মীদের কাঁদালেন।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা (এলজিইডি)’এর সদর উপজেলা কার্যালয়ের সহকর্মীরা বলেন, প্রকৌশলী মো. সফিউল আজম একজন মানবিক কর্মকর্তা ছিলেন। সকলকে পরিবারের মত করে নিয়েছিলেন। তার সাতক্ষীরার কর্মঝীবনের কথা আমরা কখনও ভুলবোনা।
তিনি যেখানে থাকবেন মহান আল্লাহ তায়ালা যেন তাকে ভালো রাখেন। এসময় সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম তার দায়িত্বভার অর্পণ করেন নির্বাহী প্রকৌশলীর দপ্তর সাতক্ষীরার সিনিয়র সহকারি প্রকৌশলী মো. মানিক হোসেন’র নিকট। এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা (এলজিইডি)’এর সদর উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।