কলারোয়ায় স্ত্রী অন্য জায়গায় বিয়ে করায় প্রাক্তন স্বামীর আত্মহত্যা
কামরুল হাসান :
কলারোয়ার পল্লীতে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে অন্য যুবকের সাথে বিয়ে করার কষ্ট সইতে না পেরে প্রাক্তন স্বামী বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে-বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে।
নিহত আতাউরের মা জাহানারা খাতুন জানান-তার ছেলে উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করে। তাদের দু’টি কন্যা সন্তান আছে।
এরমধ্যে আতাউর গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে বিয়ে করে। এর পরে তার ছেলে ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে ৩লাখ টাকা নিয়ে ছোট স্ত্রীর কাছে দেয়।
এরপর ছোট স্ত্রী গোপনে তার ছেলেকে তালাক দিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করে। পরে এই ঘটনা জানতে পেরে ক্ষোভে অভিমানে তার ছেলে বিষপান করেছে।
এদিকে, নিহতের শাশুড়ি মর্জিনা খাতুন বলে জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে এসে তার বাড়ির উঠানে এসে পড়ে। সাথে সাথে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে সে মারা যায়।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম বলেন-তার ইউনিয়নের এক জামাই বিষপানে আত্নহত্যা করেছে বলে তিনি শুনেছেন। নিহত আতাউর রহমান সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে বলে জানা যায়।
Please follow and like us: