বাংলাদেশ থেকে পরিসংখ্যানে এগিয়ে আফগানরা

চলমান এশিয়া কাপে মঙ্গলবার ৩০ আগস্ট ‘বি’ গ্রুপের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এবারের এশিয়া কাপে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। তবে ইতোমধ্যে শ্রীলংকার বিপক্ষে ৮ উইকেটে জয়ে আসর শুরু করছে আফগানরা। এ অবস্থায় তাদের আত্মবিশ্বাসটাও রয়েছে তুঙ্গে।

এশিয়া কাপের মঞ্চে প্রথমবারের মত দেখা হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের। তবে বাংলাদেশের বিপক্ষে এগিয়ে থেকেই কাল মাঠে নামবে আফগানিস্তান।

এখন পর্যন্ত টি-২০তে ৮ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। এরমধ্যে ৫টিতেই জয় আফগানদের। ৩টিতে জিততে পারে টাইগাররা।

এ বছরের মার্চে সর্বশেষ দেখা হয়েছিলো বাংলাদেশ-আফগানিস্তানের। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজটি ১-১ সমতায় শেষ হয়। সিরিজের প্রথম ম্যাচ ৬১ রানে জিতেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে জয় পায় আফগানরা।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিনটি জয় ছিলো যথাক্রমে ৯ উইকেট, ৪ উইকেট ও ৬১ রানে।

২০১৪ সালে মিরপুরে প্রথম দেখায় আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়েছিলো বাংলাাদেশ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)