যশোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার
আঃজলিল, স্টাফ রিপোর্টার :
আজ (২৯ আগস্ট) সোমবার সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের আশ্রম মোড়ের বাসা থেকে হোসনে আরা রশনি (৫২) নামে এক নারীর গলা কাটা লাশঘরের তালা ভেঙ্গে পুলিশ উদ্ধার করে।
নিহত রশনি ওই এলাকার অবসর প্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা মৃত- মোস্তাফিজুর রহমান মনুর স্ত্রী।
নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, রোশনির দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বাড়িতে একাই বসবাস করতেন এবং তার সাথে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিল না।
আজ সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি নাতনিদের সাথে কথা বলেছেন। বিকেলে তার মা ওই বাড়িতে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। ফোন করলেও সেটি বন্ধ পান।
এরপর জানালা দিয়ে ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো দেখতে পান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন।
এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা রোশনির গলা কাটা লাশ উদ্ধার করে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান-খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ হোসনে আরা রশনিকে তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে। দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যার পর খাটের বক্সের মধ্যে লুকিয়ে রেখেছে।
Please follow and like us: