পৈত্রিক ও রেকর্ডিও সম্পত্তি জবর দখলের প্রতিকার চেয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শহর প্রতিনিধি:
পৈত্রিক ও রেকর্ডিও সম্পত্তি জবর দখলকারী, পরসম্পদলোভী, আদালত অবমাননাকারী ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরার কালিগঞ্জের নলতা গ্রামের রমজান আলী। তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি ও আমার ভাই মোঃ জহুর আলীসহ পরিবারের সকলকে নিয়ে শান্তিতে বসবাস করে আসছিলাম। কিন্তু পূর্ব নলতা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী, পরসম্পদ লোভী, আদালতের আদেশ ও চেয়ারম্যানের শালিষ অমান্যকারী, পূর্ব নলতা গ্রামের ছামসুর রহমানের পুত্র আব্দুর রাশেদ, মৃত ইছল উদ্দিন এর পুত্র নজরুল ইসলাম ও মৃত আব্দুল আজিজ এর পুত্র আবু হাসান গং পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের পৈত্রিক ও রেকডিয় সম্পত্তি বারবার জবর দখলের চেষ্টা চালিয়ে আসছিল। তাদের হীন অপচেষ্টার প্রতিকারে প্রার্থনায় আমরা গত ১৫ মার্চ ২২ তারিখে বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় পি৪৪৯/২২ নং মামলা দায়ের করি। এ মামলায় নলতা মৌজার ১০ নং জে,এল, ৭৮৩ নং খতিয়ানের ২২ শতক জমি আমাদের অনুকূলে পঞ্চাশ বছরের বেশি সময়ে দখলে ও কাগজপত্র আছে মর্মে রায় দেন। আদালতের এ আদেশ উপেক্ষা করে গত ১৪ মে ২২ তারিখে আব্দুর রাশেদ গং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে বে-আইনে জনতা দলবদ্ধ হয়ে উক্ত জমি দখলের চেষ্টা চালায়।

এ ঘটনায় আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করি। চেয়ারম্যান গ্রাম্য আদালতের মধ্যস্ততায় শালিষের ব্যবস্থা করিলে তাদের অনুকুলে কাগজপত্র দেখাতে না পারায় তফশীল সম্পত্তিতে তাদের না যাওয়ার জন্য রায় দেন আমাদের পক্ষে। অথচ আব্দুর রাশেদ গং আদালত ও পরিষদের রায় উপেক্ষা করে মরিয়া হয়ে আমাদের ঐ জমি দখলে যাবে বলে প্রকাশ্যে হুমকী দিতে থাকে। একপর্যায়ে গত ২১ আগস্ট ২২ তারিখে ফ্লিমি স্টাইলে ভাড়াটিয়া গুন্ডা আর বহিরাগত লাঠিয়ালদের নিয়ে আমাদের জমি দখলের লক্ষে খুপড়ী ঘর বাঁধে। তারা স্থায়ী দখলের লক্ষ্যে মহড়া দিচ্ছে প্রতিনিয়ত। আমি ও আমার ভাইসহ পরিবারের সদস্যরা বর্তমানে তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। আমরা এলাকার অতি সহজ সরল হওয়ায় তাদের হীন কর্মকান্ডের মোকাবেলা করতে পারছিনা। তাদের কর্মকান্ডের বাঁধা দিতে গেলে আইন শৃঙ্খলা বিঘ্নসহ আমরা তাদের দারা ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্খা করছি। এঘটনার প্রতিকার চেয়ে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। তিনি ভূমিদস্যু ও পরসম্পদ লোভী আব্দুর রাশেদ গংদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)