পলিথিন খুলতেই মিলল ৩ কোটির আফিম
নিউজ ডেস্ক:
চট্টগ্রামের সাতকানিয়ায় সাড়ে তিন কোটি টাকার আফিমসহ সুমন তঞ্চঙ্গ্যা নামে একজনকে আটক করেছে র্যাব।
সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। আটক সুমন তঞ্চঙ্গ্যা বান্দরবান সদরের বাকিচড়া এলাকার প্রভাত তঞ্চঙ্গ্যার ছেলে।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরানীহাট-বান্দরবান মহাসড়ক থেকে পলিথিনে মোড়ানো তিন কেজি ৫৮০ গ্রাম আফিমসহ সুমন তঞ্চঙ্গ্যাকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আফিমের বাজারমূল্য আনুমানিক তিন কোটি ৫৮ লাখ টাকা।
তিনি আরো বলেন, সুমন পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে মাদক সংগ্রহ করে পরে তা দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারি ও সেবীদের কাছে বিক্রি করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।