সাতক্ষীরায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের টাউন হল সভা
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ইউনিসেফের সহযোগিতায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় হাঙ্গার প্রজেক্ট এর আয়োজন করে।
হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারি কাকুলী সরকার স্বাগত বক্তব্যকালে বলেন, ঝুঁকি নিরুপণ, যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদার করণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার জনগনকে কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও টিকা গ্রহনে উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের লক্ষ্যে হলো, জনগনকে হালনাগাদ ও সামঞ্জস্যপূর্ণ তথ্য প্রদানের মাধ্যমে তাদের ক্ষমতায়িত করার মধ্য দিয়ে সংক্রমন হ্রাস,নিজেদের ও সমাজের কল্যাণে সিদ্ধান্ত গ্রহনে সম্পৃক্ত করা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন মোহাম্মদ হুসাইন শাফায়াত, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এসএম আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. আজিবর রহমান, আইএসপি আজমীর, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, দৈনিক পত্রদূত এর নিজস্ব প্রতিনিধি ইব্রাহিম খলিল, মিলন বিশ্বাস, ভলেন্টিয়ার তরিকুল ইসলাম অন্তর প্রমুখ।
সাতক্ষীরা সিভিল সার্জন মোহাম্মদ হুসাইন শাফায়াত বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মতো আমার দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারি তাদেও দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে। টিকার সংকট নেই কিন্তু টিকা গ্রহনকারির মধ্যে আগ্রহ কম মনে হচ্ছে। অনেকেই এখানো বুষ্টার ডোজ নেননি। জেলার সকলের টিকার আওতায় আনা হবে কার্যক্রম চলছে।