রাশিয়া থেকে এখনো কয়েকশ কোটি ডলারের পণ্য আমদানি করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে আগ্রাসনের পর থেকে নজিরবিহীন মার্কিন নিষেধাজ্ঞা পেয়েছে রাশিয়া। কিন্তু এত এত নিষেধাজ্ঞার পরেও থেমে নেই রাশিয়া-যুক্তরাষ্ট্রের বাণিজ্য। নিয়মিতই বিলিয়ন ডলার মূল্যের শত শত রাশিয়ান পণ্য চালান হচ্ছে মার্কিন বন্দরগুলিতে।
মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করে। রাশিয়ার এই অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপরও ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রাশিয়া অন্তত ৩,৬০০টি পণ্যের চালান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে। এসব পণ্যের মধ্যে রয়েছে কাঠ, ধাতব পদার্থ, রাবার এবং অন্যান্য জিনিস।
অবশ্য গত বছরের একই সময়ে রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ৬,০০০ চালান পাঠানো হয়েছিল। সে হিসাবে এবার মার্কিন বন্দরগুলোতে রাশিয়ার পণ্যের চালান অনেক কমেছে কিন্তু তারপরও প্রতিমাসে রাশিয়া যুক্তরাষ্ট্রে পণ্য পাঠিয়ে ১০০ কোটিরও বেশি ডলার আয় করছে।
রাশিয়া থেকে প্রায় প্রতিদিন যুক্তরাষ্ট্রের বন্দরে জাহাজ ভিড়ছে। যুক্তরাষ্ট্র রাশিয়ার যে সমস্ত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে রাশিয়ার যতটা ক্ষতি হচ্ছে তার চেয়ে সম্ভবত বেশি ক্ষতি হচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের কোনো কোনো আমদানিকারক হয়তো এ সমস্ত পণ্যের জন্য বিকল্প ব্যবস্থা করতে পেরেছেন, তবে অনেকেই তা পারেননি।
মরগান স্ট্যানলির অর্থনীতিবিদ জ্যাকব নেল বলেছেন, রাশিয়া অ্যালুমিনিয়াম, ইস্পাত এবং টাইটানিয়ামের মতো ধাতুগুলির মূল রপ্তানিকারক। এই বাণিজ্য বন্ধ করা হলে যুক্তরাষ্ট্রে চলমান মূল্যস্ফীতি আরো বেড়ে যাবে। ফলে আরো বিপাকে পড়বে ধুঁকতে থাকা মার্কিন অর্থনীতি।