দেবহাটায় চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
দেবহাটায় বিনামূল্যে ও স্বল্প মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা মানবতার কল্যাণ ফাউন্ডেশন ও খুলনার বিএনএসপি শিরোমনি হাসপাতালের যৌথ উদ্যোগে রবিবার সকাল থেকে দিনভর সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য সামসুর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মানবতার কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকত, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমূখ। দিনব্যাপী চলমান এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে স্বল্প খরচে চিকিৎসা সেবা গ্রহন করেন রোগীরা। পাশাপাশি অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।