বড়দলে ভিজিডির চাউল বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এ চাউল বিতরণ করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস বাস্তবায়নে ভিজিডি কর্মসূচীর আওতায় চাউল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যারন জগদীশ চন্দ্র সানা। ইউনিয়নের ৩৭৮ জন দুঃস্থ মহিলাকে ১১ হাজার ৩৪০ কেজি চাউল বিতরণ করা হয়। যার মধ্যে ১নং ওয়ার্ডে ২৩ জন, ২ নং ওয়ার্ডে ৪৪ জন, ৩ নং ওয়ার্ডে ৫৩ জন, ৪ নং ওয়ার্ডে ৫৬ জন, ৫ নং ওয়ার্ডে ৪০ জন, ৬ নং ওয়ার্ডে ৪১ জন, ৭ নং ওয়ার্ডে ৫৮ জন, ৮ ওয়ার্ডে ৩৪ জন ও ৯ নং ওয়ার্ডে ২৯ জন মহিলাকে এই চাউল প্রদান করা হয়। এসময় গ্রাম পুলিশ সাইফুল ইসলাম ও তুহিন এবং সাস ট্রেইনার রুহুল কুদ্দুস রুবেল উপস্থিত ছিলেন।