বুধহাটায় কদবেলের চারা বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটায় ফলজ বৃক্ষ বনায়নের লক্ষ্যে কদবেলের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) বিকালল ৪ টায় এ চারা বিতরণ করা হয়।
বুধহাটা ইউনিয়নের বুধহাটা পশ্চিমপাড়ার কদবেল গ্রাম পরিচয় ফুটেিয় তুলতে কৃষি বিভাগ চারা বিতরণের উদ্যোগ গ্রহন করেছে। “ক্লাইমেট-স্মার্ট” প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অ লের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এলাকার ১০০ পরিবারের মাঝে চারা বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে দু’টি করে মোট ২০০ কদবেলের চারা বিতরণ শেষে চাষীদের মাঝে বিশেষ ব্রিফিং প্রদান করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।
Please follow and like us: