টুংগীপাড়ায় জনতা ব্যাংকের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, জনতা ব্যাংক লিঃ, সাতক্ষীরা এরিয়া কমিটি উদ্যোগে টুংগীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২৬ আগস্ট সকালে টুংগীপাড়ায় পুষ্পমাল্য অর্পন শেষে দোয়া মাহফিল ও রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সভাপতি ও সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ম্যানেজার জনাব মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিন্টু কুমার সরখেল, সহ-সভাপতি উজ্জল কান্তি মন্ডল,বিপ্রদেব কুমার বিশ্বাস, মোঃ শহীদুজ্জামান, সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র গাইন, প্রচার সম্পাদক তাপস কুমার রায়, কার্যকরী সদস্য পবিত্র কুমার মন্ডল, জয়নাল আবেদিন, শংকর কুমার বিশ্বাসসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।