শ্যামনগরে উইমেন ফারমার ইউনিয়ন গঠন 

শ্যামনগর প্রতিনিধিঃ-
শ্যামনগরে উইমেন ফারমার ইউনিয়ন গঠন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নকশীকাঁথা’র আয়োজনে প্রকৃত নারী কৃষাণীদের নিয়ে অত্র কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে নকশীকাঁথা’র সমন্বয়কারী তপন কুমার কর্ম্মকার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকশীকাঁথা’র পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা বেঁচে থাকার জন্য কৃষকদের দ্বারা উৎপাদিত সবজি এবং ফলমূল খাই। কিন্তু বর্তমানে মাটিতে রাসায়নিক দ্রব্য ও চারাগাছে কীটনাশক ব্যবহারের ফলে সবজি দ্রুত বাড়লেও তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত্য ঝুকিপূর্ণ। আমরা নকশীকাঁথা’র উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছি৷ এই সবজি উৎপাদনে বীজ বপন থেকে শুরু করে বাজারজাতকরণ প্রক্রিয়া সবখানে নারী কৃষকদের অবদান অপরিসীম। কিন্তু আমরা দেখেছি নারী কৃষকরা যখন চাষবাসের সময় কোন সমস্যায় পড়ে তখন তারা একেক জন একেক অভিজ্ঞতা বা পদ্ধতি প্রয়োগ করে সেই সমস্ত সমস্যা থেকে উত্তরণ পায়৷ তাদের কাছ থেকে প্রাপ্ত সমস্যাগুলোর মধ্যে বাজারজাতকরণ সমস্যা, সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে, লোনা পানির সমস্যা, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলবদ্ধতা, বীজ সংরক্ষণে সমস্যা গুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন জন বিভিন্নভাবে সমাধানের পথ খুঁজে নেয়। কেউ কেউ বই পড়ে, কেউ নকশীকাঁথার প্রশিক্ষণ পেয়ে, কেউ উপজেলা কৃষি অফিস থেকে, কেউ কেউ আবার প্রতিবেশীর নিকট থেকে। আমাদের মূল লক্ষ্য এসব সমস্যার সমাধানের জন্য নারী কৃষকদের একটা ইউনিট থাকলে তারা নিজেরাই জ্ঞান নির্ভর তথ্যে তারা আরও বেশি সমৃদ্ধ হবে। এজন্য আমরা উইমেন ফারমার ইউনিয়ন গঠন করেছি।
কমিটি গঠন অনুষ্ঠানে শ্যামনগর (সদর) ও কাশিমাড়ী ইউনিয়নের ০৫ টি গ্রামের ০৫ টি সমবায় সমিতির সক্রিয় সদস্যদের নিয়ে কৃষক ইউনিয়ন গঠিত হয়। সমিতিগুলো যথাক্রমে জাবাখালি মহিলা সমবায় সমিতি, বেতাঙ্গী মহিলা সমবায় সমিতি, শংকরকাটি মহিলা সমবায় সমিতি, খুঁটিকাটা মহিলা সমবায় সমিতি ও দেওল মহিলা সমবায় সমিতি।
উইমেন ফারমার ইউনিয়ন কমিটিতে সকলের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আগামী ০১ (এক) বছরের জন্য সভাপতি নির্বাচিত হন গীতা রাণী, সহ-সভাপতি নাসিমা খাতুন, সাধারণ সম্পাদক লক্ষী রাণী বৈরাগী, কোষাধ্যক্ষ শিবাণী মৃধা, কার্যকরী সদস্য লক্ষী রাণী মন্ডল।
এসময় আরও উপস্থিত ছিলেন নকশীকাঁথার অফিস সহকারী শিপ্রা বিশ্বাস, উন্নয়ন কর্মী তাছলিমা পারভীন, কম্পিউটার প্রশিক্ষক হাসান রেজা, মিডওয়াইফ রোজিনা পারভীন, স্বেচ্ছাসেবক স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)