ডুমুরিয়ায় দি স্যালভেশন আর্মি বাংলাদেশের উদ্যোগে গাছের চারা বিতরণ
খুলনা ব্যুরো :
খুলনার ডুমুরিয়ায় দি স্যালভেশন আর্মি বাংলাদেশ এর সহনশীলতা প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) সকালে প্রকল্পের আন্দুলিয়াস্থ দি স্যালভেশন আর্মি বাংলাদেশ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমান্ডিং অফিসার যোথান মাওয়ার সহধর্মীনি। সৈয়দ আব্দুল মতিন (এআইপি) বাংলাদেশ, ইউপি চেয়ারম্যান এম জহুরুল হক। আরো বক্তব্য রাখেন, সহনশীলতা প্রকল্পের প্রজেক্ট অফিসার দানিয়েল হালদার,কমান্ড প্রোগ্রাম অফিসার জ্ঞানেন্দ্র বাড়ৈ, মনিটরিং অফিসার তাপস মন্ডল,প্রজেক্ট কো-অর্ডিনেটর কাকলী সরকার প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,দি স্যালভেশন আর্মি বাংলাদেশ কমান্ডের এর কমান্ডিং প্রধান এক্সিকিউটিভ অফিসার লে: কর্ণেল যোথান মাওয়া।
অনুষ্ঠানে সহনশীলতা প্রকল্পের আওতাধীন ধামালিয়া ইউনিয়নের ৩০০টি পরিবারের মাছে দু’টি আম,একটি করে লিচু ও মাল্টা গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
Please follow and like us: