নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় বাল্যবিবাহের চেষ্টা
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় এক স্কুলছাত্রীর(১৫) এক সপ্তাহের ব্যবধানে দুবার বাল্য বিবাহ দেওয়ার চেষ্টা করা হয়েছে । প্রথম দফায় ১৩ আগস্ট বন্ধের পর মঙ্গলবার বিকেলে আবার বিয়ে বন্ধ করা হয়।
তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৮ বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা না মানলে ওই ছাত্রীর বাবাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
তালা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৩ আগস্ট উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করে তার পরিবার। খবর পেয়ে মহিলাবিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা গিয়ে ওই বিয়ে বন্ধ করে দেয়। এ সময় কনের বাবা তাঁর মেয়েকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না, এমন মুচলেকা দেন। কিন্তু আজ গোপনে তিনি আবার মেয়ের বিয়ের আয়োজন করেন। খবর পেয়ে আজও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে। এ সময় ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রীর বিয়ের ওপর নিষেধাজ্ঞা এবং তার বাবাকে বিভিন্ন নির্দেশনা দেন।
এ সময় নিষেধাজ্ঞা অমান্য করায় ছাত্রীর বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।