দেবহাটায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার:
দেশব্যাপী তীব্র লোডশেডিং, জ্বালানী তেল ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সাম্প্রতিক সময়ে ক্রমশ উপজেলাব্যাপী রাজনৈতিক কর্মকান্ডের পরিধি প্রসারণ ও সাংগঠনিকভাবে অনেকটাই সুসংগঠিত অবস্থানে ফিরেছে দলটি।
গেল কয়েক বছরে উপজেলায় বিএনপির বড়সড় কোন সভা-সমাবেশ চোখে না পড়লেও বুধবার বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে বেশ সাড়া ফেলেছে বিএনপি।
বিকেল ৪টায় বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রানকেন্দ্র পারুলিয়া-সখিপুর বাজার প্রদক্ষিণ শেষে পারুলিয়া মোমেনা ক্লিনিক অভিমূখে মাদরাসা মাঠে পৌঁছে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, যুগ্ম আহ্বায়ক শেখ তরিকুল হাসান, হাবিবুর রহমান হাবিব, মৃনাল কান্তি রায়, জেলা বিএনপি’র সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বিএনপি নেতা মোখলেছুর রহমান মুকুল, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান, ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন প্রমূখ। এসময় দেশব্যাপী চলমান তীব্র বিদ্যুৎ বিভ্রাটের অসহনীয় দূর্ভোগ দূরীকরণ, জ্বালানী তেল ও দ্রব্যমূলের উর্দ্ধগতি নিরসণসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানান বক্তারা। এদিকে প্রশাসন বা ক্ষমতাসীন দলের কোন বাঁধা ছাড়াই প্রায় দশ বছর পর উপজেলাতে কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. শহীদুল আলমসহ জেলার অন্যান্য শীর্ষ নের্তৃবৃন্দের উপস্থিতি বড়সড় সভা-সমাবেশ করতে পেরে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে।