শ্যামনগরে ইভটিজিংয়ের অভিযোগে বখাটের কারাদণ্ড
অনাথ মণ্ডল, শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে হাবিবুল্লাহ (২৫) নামে এক বখাটেকে পাঁচশত টাকা ও ১ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হাবিবুল্লাহ একই গ্রামের মাজিদ শেখের ছেলে।
শ্যামনগর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন এ আদেশ দেন।
গোবিন্দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান, সোমবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে কলেজ শেষে স্কুলছাত্রীরা বাড়ি ফেরার পথে হাবিবুল্লাহ নামে এক বখাটে তাদের পথরোধ করে এবং তাদের হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় আমরা শিক্ষকরা এবং এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে ওই বখাটেকে পাঁচশত টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।
তিনি আরো বলেন ওই বখাটে কলেজ পড়ুয়া ছাত্রীদের কয়েক মাস যাবৎ উত্ত্যক্ত করে আসছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউনও) মোঃ আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Please follow and like us: