দেবহাটায় আ.লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার:
২০০৪ সালের ২১ শে আগষ্ট বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো বর্বরোচিত গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
রবিবার বিকাল ৪টায় দেবহাটা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতষ্ফূর্ত অংশগ্রহনের মধ্যদিয়ে উপজেলার ঈদগাহ বাজারে উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। বর্বরোচিত ওই হামলায় আহত ও নিহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং হামলার সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়ে সমাবেশটিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন প্রমূখ। এসময় আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র ঘোষ, শেখ মোনায়েম হোসেন, মনিরুল ইসলাম মনি, আরশাদ আলী, শেখ আব্দুর রউফ, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, কৃষকলীগের সদস্য সচিব হুমায়ূন কবির হীম, ছাত্রলীগ নেতা তন্ময়, আবু রায়হান, কল্লোল সহ মূলদল ও সহযোগী সংগঠন গুলোর ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।