শ্যামনগরে মুন্ডা পল্লীতে হামলায় ১ জনের মৃত্যু
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালি মুন্ডা পল্লীতে হামলার ঘটনায় মল্লুকচান মন্ডার ছেলে নরেন্দ্র মুন্ডা (৭০) সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৷
গত শুক্রবার ১৯ আগস্ট ২০২২ তারিখ সকাল সাড়ে ৮ টার দিকে মৃত্যু গফুর সরদারের ছেলে রাশিদুল সরদার ও এবাদুল সরদারের নেতৃত্বে বংশীপুর থেকে আগত প্রায় দুই শতাধিক ভাড়াটিয়া লাঠিয়াল সন্ত্রাসী মুন্ডা পাড়া ঘিরে ফেলে। এ সময় হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা প্রতিটি পরিবারকে বসত ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখে তাদের ভোগ দখলে থাকা জমিতে পাওয়ারটিলার দিয়ে চাষ শুরু করে।
এ সময় অবরুদ্ধ অবস্থা থেকে কোন রকমে নিজেদেরকে ছাড়িয়ে নিয়ে বিরোধপূর্ণ এই জমিতে যেয়ে জমি চাষে সন্ত্রাসীদের বাধা দিলে তাদের বেধড়ক মারপিট করা। ওই ঘটনায় রিনা মুন্ডা, সুলতা মুন্ডা ও বিলাসী মুন্ডা সহ লক্ষিন্দরয়মুন্ডা মারাত্মকভাবে আহত হয়। এক পর্যায়ে ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সেখানে পৌঁছালে হামলার সাথে জড়িতরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ফনিন্দ্র মুন্ডার স্ত্রী বিলাসী মুন্ডা (৩৬) সনাতন মুন্ডার স্ত্রী রিনা মুন্ডা (৩৫), লক্ষিন্দর মুন্ডার স্ত্রী সুলতা মুন্ডা (৩৫) ও মৃত্যু মল্লুকচান মন্ডার ছেলে নরেন্দ্র মুন্ডা (৭০) আহত হয়। সবাইকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হলেও নরেন্দ্র মুন্ডার অবস্থা আশংকাজনক হওয়ায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ আগষ্ট ২০২২ তারিখ বিকাল ৩.৪০ মিনিটে মৃত্যুবরণ করেন ৷
সুন্দরবন আদিবাসী মহিলা সংস্থা সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা বলেন, ফনিন্দ্রনাথ মুন্ডা শ্যামনগর থানায় একটি মামলা দ্বায়ের করেছেন ৷ যার নাম্বার ৩৮/২০২২ ৷ আর মল্লুকচান মন্ডার ছেলে নরেন্দ্র মুন্ডা (৭০) সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৷
Please follow and like us: