তালায় নিয়োগ বাণিজ্য বন্ধে এলাকাবাসীর মানববন্ধন
তালা প্রতিনিধি:
তালার খলিষখালী ইউনিয়নের গাছা উচ্চ বিদ্যালয়ে ৪টি শূন্য পদে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্য বন্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য সরজিৎ সরকার, ভবোতোস কান্তি মন্ডল, ছাত্রলীগ নেতা ইন্দ্রজিৎ মন্ডল, আ”লীগ নেতা গোপাল সরকার, নিয়োগ প্রার্থী বাঁধন সরকার, জয়ন্ত সরকার, দিপ্ত বাছাড়, পার্থ রায় চৌধুরী প্রমুথ।
এসময় এলাকাবাসী জানায় , আগামী ১৯আগষ্ট গাছা উচ্চ বিদ্যালয়ে নিয়োগের নামে অর্ধকোটি টাকা লুটপাট নেতৃত্ব দিচ্ছে বিদ্যালয়ে প্রধান শিক্ষক রথিন্দ্র নাথ মন্ডল। এছাড়া তিনি নিয়োগ প্রার্থীর কাছ থেকে মোটা অংকের অর্থ দাবী করেছেন । টাকা দিতে না পারায় মোটা অংকের অর্থের বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক পদে গুরুপদ মন্ডল, অফিস সহায়ক পদে তুষার সরকার,আয়া পদে অর্পিতা রায়, নিরাপত্তা কর্মীপদে মাসুমকে নিয়োগের নামে সভাপতির যোগসাজশে ইতিমধ্যে ৫০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন দূনীতি বাজ ওই প্রধান শিক্ষক।
তারা আরো জানায়, প্রধান শিক্ষক যোগদানের পর থেকে অনিমিয়ত বিদ্যালয়ে না আসা বিভিন্ন প্রকল্পের টাকা লুটপাটসহ দূর্নীতির আখড়ায় পরিনত হয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রধান শিক্ষক ও সভাপতি মিলে ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে প্রকৃত মেধাবীদের চাকরি না দিয়ে সাজানো নিয়োগ বোর্ড করতে চলেছে। তারা দাবি করেন অচিরে প্রধান শিক্ষকের অপসারনসহ সকল অবৈধ নিয়োগ বন্ধের জন্য জেলা প্রশাসকসহ সংক্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
প্রসঙ্গতঃ,গত ২৭জুলাই সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলা পত্রিকায় গাছা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক, নিরাপর্তা কর্মী ও আয়ার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী শুক্রবার (১৯আগষ্ট) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হইবে বলে জানা গেছে।
Please follow and like us: