সাতক্ষীরা ক্রীড়া ধারাভাষ্য কারদের সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান
একরামুজামান জনিঃ
সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্য কারদের সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের আয়জনে শুক্রবার সকাল ১০ টায় জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সভাপতি অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, উপস্থিত ছিলেন বর্ষীয়ান ক্রীড়া বিশ্লেষক ও আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক খন্দকার সালেক সুফি,বাংলাদেশ বেতারের সিনিয়র ক্রীড়া ধারাভাষ্যকার সামসুল ইসলাম, জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সাধারণ সম্পদক আব্দুল্লাহ সিদ্দিকের পরিচালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক মাহমুদ হাসান মুক্তি, খুলনা বিভাগীয় ক্রিকেট আম্পায়ারস এসোসিয়েশনের সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পদক খন্দকার আরিফ হাসান প্রিস,বাংলাদেশ বেতার ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ ইসমাইল হোসেন মিলন,
ইকবাল কবির খান বাপ্পি, জি এম সিরাজুল ইসলাম, ইমরান জামিল,শাহাজানন শাহিন সহ জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল, রেফারি এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, সাতক্ষীরা জেলা খেলার আতুর ঘর।সাতক্ষীরা ক্রীড়া অঙ্গনে বাংলাদেশে দ্বিতীয় অবস্থান। খেলাধুলার পাশাপাশি ক্রীড়া ধারাভাষ্যকার এগিয়ে যাবে।
Please follow and like us: