বটিয়াঘাটায় এক যুবকের রহস্য জনক মৃত্যু
অমলেন্দু বিশ্বাস (বটিয়াঘাটা) প্রতিনিধি)->>
বটিয়াঘাটা উপজেলার মঠ ফুলতলা এলাকার আবির রায় (২৭) নামের এক যুবকেল লাশ শুক্রবার সকালে উদ্ধার করেছে পুলিশ। সে ফুলতলা গ্রামের পলাশ রায়ের পুত্র।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসির অভিযোগ, পারিবারিক কলহ ও নিহতের ডিভোর্স দেওয়া স্ত্রী এই হত্যার ঘটনায় জড়িত রয়েছে বলে, এলাকা বাসির ধারনা। শুক্রবার সকালে তার অবস্থা খারাপ দেখলে তাকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এরপরে তার মৃত্যু হয, তবে অনেকে বলছে হয়তো তাকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। লাশ ময়নাতদন্ত জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে এই মুহূর্তে হত্যার মুল রহস্য বলা যাচ্ছে না। তবে তাকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার গাল দিয়ে নালা ও গ্যাজলা বেরোচ্ছে।
এ বিষয়ে বটিয়াঘাটা থানার ওসি তদন্ত জাহিদুর রহমান বলেন, প্রথমে একটা অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের পরে পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।
Please follow and like us: