আশাশুনিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমি উদযাপন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমি উৎসব-১৪২৯ উদযাপর উপলক্ষে আশাশুনিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তী, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা রাজ্যেশ্বর দাশ, ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিম, দিপংকর সরকার দিপ, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, ওমর ছাকি ফেরদৌস পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিকুজ্জামান খোকন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারীবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেও উপজেলার সকল ইউনিয়ন থেকে ভক্তবৃন্দ মিছিল সহকারে সভাস্থলে যোগদান করেন।