নলতায় ১৩০বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার
১৩০ বোতল ফেন্সিডিলসহ আলী নেওয়াজ গাজী নামের ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ভোর সোয়া ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠের পাশ তেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলী নেওয়াজ গাজী কালিগঞ্জ উপজেলার বারদহ গ্রামের ছুন্নত গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার সহকারি উপপরিদর্শক জিল¬ুর রহমান জানান, আমদাািন নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ঢাকায় পাচারের উদ্দেশ্যে নলতা মাধ্যডিমক বিদ্যালয়ের ফুটবল মাঠের দক্ষিণ কোনে অপেক্ষা করছে এমন খবরের ভিত্তিতে বৃহষ্পতিবার ভোর সোয়া চারটার দিকে তার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই স্থানে একটি বস্তা মাথায় নিয়ে দাড়িয়ে থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুত তাকে ধরে ফেলে মাথায় থাকা বস্তা তল্লাসি করলে তাতে ১৩০ বোতল ফিন্সিডিল পাওয়া যায়।
এ ঘটনায় তিনি বাদি হয়ে বৃহষ্পতিবার বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আলী নেওয়াজকে বৃহষ্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজকে পাঠানো হয়েছে।