দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
জহর হাসান সাগর :
সাতক্ষীরা’ তালা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সারা দেশব্যাপি সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ “বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গিবাদের ঠাই নাই” স্লোগানকে সামনে রেখে তালা উপ-শহরে একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমােেবশে তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য ইজ্ঞি:শেখ মুজিবুর রহমান।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ,সৈয়দ জুনায়েদ আকবর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু,উপজেলা আওয়ামীলীগ নেতা মীর মহাসিন হোসেন,
জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জেবুনেচ্ছা খানম,তালা উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাদী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়.উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন,্উপজেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম হোসেন, কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন,২০০৫ সালে ১৭ আগস্ট জঙ্গি,জামায়েত শিবিরের নেতৃত্বে দেশের ৬৩ জেলাব্যাপি একযোগে বোম হামলা পরিচালিত হয়। বোমা হমলায় আ.লীগ নেত্রী আইভি রহমান ও আওয়ামীলীগের শীর্ষ নেতারা সহ অনেক নিরীহ মানুষ প্রাণ হারায়। তারই প্রতিবাদে প্রতিবছর এই দিনে বাংলাদেশ আওয়ামীলীগ দিবসটি পালন করে আসছেন।
Please follow and like us: