তালায় পরকীয়ার কারণে মা ছাড়া হল ২ সন্তান
তালা প্রতিনিধি:
পরকীয়া প্রেমের জেরে দুই সন্তানকে ফেলে রেখে ভাইপোর হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন চাচী। এই ঘটনার পর স্ত্রীকে ফিরে পেতে থানার দারস্থ হয়েছেন স্বামী আমিনুর মোড়ল।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামে। অভিযোগ সুত্রে জানা যায় , ৯ বছর আগে পাটকেলঘাটা থানার বকশিয়া গ্রামের নুর ইসলাম মোল্যার মেয়ে হেনা খাতুনের(২৫) সাথে বিয়ে হয় বড়বিলা এলাকার আমিনুর মোড়লের। বর্তমানে তাদের ঘরে হালিমা খাতুন (০৭)ও ফতেমা খাতুন (০৬) নামে দুটি মেয়ে রয়েছে। বিয়ের কয়েক বছর পর প্রতিবেশী ভইপো ইসরাফিল ওরফে বাবুর (২৫) সাথে স্ত্রীর অবৈধ সম্পর্কের বিষয়টি সামনে আসে । এনিয়ে আমিনুর মোড়ল তার শ্বশুর শ্বাশুড়ীকে জানালে তারা কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি । এছাড়া একাধিক বার শালিশী বৈঠকে গন্যমান্যদের সামনে মুচলেখা দিয়েছে বাবু।
সম্প্রতি ১২ আগষ্ট রাতে গরু বিক্রয় করে বাড়িতে ফেরার পর প্রেমিক সহ স্ত্রীকে হাতেনাতে ধরে ঘরে তালা বন্ধ করেন আমিনুর । পরে ঘটনাটি মুঠোফোনে শ্বশুরকে জানানোর সময় কৌশলে পালিয়ে যায় পরকিয়া প্রেমিক বাবু। পরবর্তীতে বাবুকে ধাওয়া করে বাড়িতে ফেরার পর দেখেন নিখোঁজ হয়েছে স্ত্রী । সাথে শোকেজের ভিতর রাখা নগদ ২,৭২,০০০/-টাকা এবং ১,৭৫,০০০/-টাকার গহনা নিয়েছে সে। বর্তমানে স্ত্রী ও প্রেমিক দুজনের আত্মগোপনে রয়েছে বলে এমন দাবী আমিনুরের।
পাটকেলঘাটা থানার ওসি(তদন্ত) বাবলু রহমান খান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস্থ করেন ওসি।
Please follow and like us: