তালায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত
ফারুক সাগর(তালা প্রতিনিধি):
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে তালা উপজেলার নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে তথ্য আপার ৭০তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থার তালা উপজেলা চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তথ্য ও সেবা কর্মকর্তা সাথী রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান প্রমুখ।
বৈঠকে আগত নারীদের স্বাস্থ্য, শিক্ষা, সরকারের উন্নয়ন কর্মকান্ড, আইন, বিভিন্ন ভাতা ও প্রশিক্ষণ বিষয়ক, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করা হয়।
Please follow and like us: