স্বাধীনতা দিবস উদযাপন করতে গিয়ে আহত ৩৫ পাকিস্তানি
আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ছোড়া গুলিতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচ নারীও রয়েছেন।
শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।- খবর জিওটিভির
পাকিস্তানের সংবাদমাধ্যমটি জানায়, উত্তর করাচিতে নিরাপত্তা রক্ষীরা দেশটির ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আশপাশে অনেক শিশু উপস্থিত থাকা সত্ত্বেও ফাঁকা গুলি চালানো হয়।
এছাড়া করাচির গুলসান-ই-ইকবাল ব্লক সেভেন, বাহাদুরবাদ, ইউসুফ প্লাজা, লিয়াকতাবাদ, গুলবাহার, চাকিওয়ারা, সৈনিক বাজার, নিউ টাউন, পিআইবি কলোনি এবং অন্যান্য স্থানেও একই ধরনের ফাঁকা গুলির ঘটনা ঘটে।
এদিকে, করাচির ঈদগা গ্রাউন্ড এলাকা থেকে ফাঁকা গুলির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে দেশটির পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।
Please follow and like us: