সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একেএম সফিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কলেজে ক্রীড়া শিক্ষক জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়া ব্যক্তিত্ব তৈয়েব হাসান শামসুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক প্রদুৎ কুমার বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস। এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে কলেজ প্রশাসন আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু, তার পরিবার, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান।
Please follow and like us: