জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত
ফয়জুল হক বাবু,:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের কার্যনিবাহি কমিটির সভাপতি শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের ভাপরপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধ সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মো: মমিনুর রহমান, ওয়ারেন্ট অফিসার শুকুর আলী। এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন অভিভাবক সদস্য হাজেরা খাতুন, ডা: জিয়াউর রহমান, বিশিষ্ট্য ব্যবসায়ী রফিক মোল্যা, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সিনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকারসহ বিদ্যালয়ে সহাকারি শিক্ষকবৃন্দ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো: মোহসিন উদ্দীন।