ব্যাংক লুট করতে গিয়ে নিজের খোঁড়া সুড়ঙ্গেই আটকে গেল চোর!
আন্তর্জাতিক ডেস্ক :
ব্যাংক লুট করতে গিয়ে নিজের খোঁড়া সুড়ঙ্গেই আটকে গিয়েছে চোর। তাকে বের করার অনেক চেষ্টা করেও পারেনি সঙ্গীরা। ফাঁপরে পড়ে ফোন করা হয় প্রশাসনকে। চোরকে অনেক কসরতের পর বের করে আনেন উদ্ধারকর্মীরা।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ভ্যাটিকানের কাছে ঘটনাটি ঘটে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ভ্যাটিকানের জরুরি বিভাগে একটি ফোন আসে। ফোনের ও প্রান্ত থেকে এক ব্যক্তি জানান তার একসঙ্গী সুড়ঙ্গে আটকে রয়েছে। পরে উদ্ধারকর্মীরা জানতে পারেন, কয়েকজন ব্যাংক ডাকাতির উদ্দেশ্য নিয়ে রাস্তার তলায় একটি গভীর সুড়ঙ্গ কাটে। সেই পথ বেয়ে চুরির পরিকল্পনা ছিল তাদের। কিন্তু হঠাৎই রাস্তা ধসে যাওয়ায় বিপদে পড়ে চারজন। কোনো ক্রমে তিনজন বেরিয়ে আসে। কিন্তু একজন সুড়ঙ্গের মধ্যে আটকে পড়ে। তাকে অনেক চেষ্টা করেও বের করে আনতে পারেনি সঙ্গীরা। তাই বাধ্য হয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়।
এরপর দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় ছয় মিটার গভীর সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা। উদ্ধার হওয়া ব্যক্তিকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। আপাতত তাকে তরল খাবার খাইয়ে রাখা হয়েছে। পরে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানান প্রশাসনিক কর্মকর্তারা।
সূত্র: বিবিসি