বিশ্বের তুলনায় দেশের মানুষ ভালো আছে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনা, যুদ্ধ, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সারাবিশ্ব এখন অস্থির। সেই তুলনায় দেশের মানুষ শান্তিতে আছে, ভালো আছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহাকাল নাট্য সম্প্রদায় আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি
মন্ত্রী বলেন, করোনা পরবর্তী পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বেই জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। সেই তুলনায় বাংলাদেশের সামগ্রিক অবস্থা অনেক ভালো রেখেছে সরকার। সংকটময় পরিস্থিতিতেও অন্যান্য দেশের তুলনায় আমরা শান্তিতেই আছি। কিন্তু এ সংকটময় অবস্থার সুযোগ নিয়ে এক শ্রেণির মহল ও গোষ্ঠী চক্রান্ত-ষড়যন্ত্র করছে।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। তারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ও মানুষকে বিভ্রান্ত করতে উঠেপড়ে লেগেছে। এরা দেশের চিহ্নিত শত্রু, এদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।
সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।