পাম্পে প্রতি ৫ লিটারে ৩০০ মিলি তেল কম

অনলাইন ডেস্ক :

ঝিনাইদহের কালীগঞ্জে প্রতি ৫ লিটারে ৩০০ মিলি লিটার তেল কম দেওয়ায় মোচিক সমবায় ফুয়েল সার্ভিসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক ও ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার শরিফুল আহসান উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক জানান, মোচিক সমবায় ফুয়েল সার্ভিসে ডিজেল ও পেট্রল ডিসপেন্সার মেশিনে প্রতি ৫ লিটারে ৩০০ মিলি লিটার তেল কম দেওয়ার অপরাধে পাম্পটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেশিনে যে সমস্যা ছিল সেটি ঠিক করা হয়েছে। এ ছাড়া মাপে কম দেওয়ায় ঝিনাইদহ সদরের ইউসুফ ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)